ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

২০২৫ জানুয়ারি ০৫ ২১:৩৩:৪৩
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে দলটি।

গণঅধিকার বলেছে, এই সময়ের মধ্যে যদি হামলাকারীরা গ্রেপ্তার না হয়, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।

সমাবেশ শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে অগ্রসর হয়।

সমাবেশে নুরুল হক বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে।”

তিনি অভিযোগ করেন, এই হামলার পেছনে বারবার সারজিসের নাম আসছে এবং আশা প্রকাশ করেন যে, সে তার অবস্থান পরিষ্কার করবে। তিনি আরো বলেন, “এ হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে।”

এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেন। তিনি প্রধান উপদেষ্টাকে সমালোচনা করে বলেন, “যেসব উপদেষ্টা জনগণের সংবেদনশীলতা বোঝে না, তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করতে হবে।”

তিনি সতর্ক করেন, যদি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করা হবে এবং তার অপসারণের আন্দোলন শুরু করা হবে।

মামুন/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে