ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন তথ্য দিলেন সালাহউদ্দিন

২০২৫ জানুয়ারি ০৬ ১০:০৯:১০
তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন তথ্য দিলেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে তিনি জানান, এখনো পর্যন্ত তার দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব হয়নি, তাই কিছুটা সময় লাগবে।

৫ জানুয়ারি রবিবার, লন্ডন সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, তারেক রহমানের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ধীরে ধীরে জানানো হবে। তবে, তারেক রহমান ঐক্যের গুরুত্বের কথা বলেছেন।

এছাড়া, বিএনপির এ নেতা বলেন, বর্তমানে বাংলাদেশে যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছে, তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার প্রয়োজন রয়েছে। তিনি জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত বলে জানান। তবে, সবার সঙ্গে আলোচনা করে একটি সঠিক রোডম্যাপ তৈরি করতে হবে এবং নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে সেটি স্বাগত জানানো হবে, তবে তা যেন কিংসপার্টির মতো না হয়।

সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, "সংবিধান কখনো কবর দেওয়া যায় না, তবে এটি পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে।"

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে