ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ভারতকে সরিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের চূড়ায় অস্ট্রেলিয়া

২০২৪ মে ০৩ ১৯:৪৫:৪৮
ভারতকে সরিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের চূড়ায় অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক : আইসিসির র‍্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদে ভারতকে টপকে সাদা পোশাকের সংস্করণে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে প্যাট কামিন্সের দল।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি শুক্রবার তিন সংস্করণে দলগুলোর র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের এক নম্বর দল এখন অস্ট্রেলিয়া। দুইয়ে নেমে গেছে ভারত। তাদের পয়েন্ট ১২০।

গত বছরের মে মাসে দেওয়া আপডেটে অস্ট্রেলিয়াকে সরিয়ে ভারত শীর্ষে উঠেছিল। পরের মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া তাদের ২০৯ রানে পরাজিত করে। সেই পারফরম্যান্সই কামিন্সের দলকে শীর্ষে ফেরাতে প্রধান ভূমিকা পালন করেছিল।

২০২৩ সালের মে থেকে দলের শতভাগ পারফরম্যান্সকে র‌্যাঙ্কিং আপডেটে বিবেচনায় নেওয়া হয়েছে, আগের দুই বছরের ৫০ ভাগ পারফরম্যান্সকে বিবেচনায় নেওয়া হয়েছে।

এটি ২০২১ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ভারতের ২-১ সিরিজ জয়কে বিবেচনায় নেয় না৷ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনালে পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছিল৷

অন্য দলগুলোর টেস্ট র‍্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন নেই। ১০৫ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। পরের স্থানগুলোয় যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা (১০৩), নিউ জিল্যান্ড (৯৬), পাকিস্তান (৮৯), শ্রীলঙ্কা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৮২) ও বাংলাদেশ (৫৩)।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেও, সাদা বলের দুটি সংস্করণেই ভারত এখনও শীর্ষে রয়েছে। ওয়ানডেতে রোহিত শর্মার দলের ১২২ রেটিং পয়েন্ট। এই সংস্করণে অস্ট্রেলিয়া তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় বিশ্বচ্যাম্পিয়ন। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ১১২ পয়েন্ট।

শীর্ষ দশে যথাক্রমে পাকিস্তান (১০৬), নিউজিল্যান্ড (১০১), ইংল্যান্ড (95), শ্রীলঙ্কা (৯৩), বাংলাদেশ (৮৫), আফগানিস্তান (৮০) এবং ওয়েস্ট ইন্ডিজ (৬৯)। আয়ারল্যান্ড (৫০) জিম্বাবুয়েকে (৪৯) টপকে একাদশ স্থানে রয়েছে।

শেয়ারনিউজ, ০৩ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে