ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সপ্তাহের ব্যবধানে ফ্লোর প্রাইসের প্রতিষ্ঠান ২০৮

২০২৩ আগস্ট ১২ ১৬:১৪:০১
সপ্তাহের ব্যবধানে ফ্লোর প্রাইসের প্রতিষ্ঠান ২০৮

নিজস্ব প্রতিবেদক : আগের সপ্তাহে (৩০ জুলাই-০৩ আগস্ট) শেয়ারবাজারে ফ্লোর প্রাইসের প্রতিষ্ঠান ছিল ১৯৮টি। গেল সপ্তাহে (০৬-১০ আগস্ট) ফ্লোর প্রাইসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৮টিতে। সপ্তাহের ব্যবধানে ফ্লোর প্রাইসের প্রতিষ্ঠান বেড়েছে ১০টি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, গেল সপ্তাহে মাত্র ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। যেখানে আগের সপ্তাহে ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছিল। গেল সপ্তাহে ১৮টি প্রতিষ্ঠানের কোনো লেনদেন হয়নি। যেখানে আগের সপ্তাহে লেনদেন না হওয়ার প্রতিষ্ঠান ছিল ১৫টি।

ডিএসইর তথ্যমতে, গেল সপ্তাহে পতনের তালিকায় উঠে এসেছে ১৪৪টি প্রতিষ্ঠান। যেখানে আগের সপ্তাহে পতনের তালিকায় ছিল ৯৬টি প্রতিষ্ঠান। গত সপ্তাহের পতনের গভীরতাও ছিল বেশি।

গেল সপ্তাহে বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমাতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৫ হাজার কোটি টাকার ওপর কমে গেছে। সেই সঙ্গে কমেছে সবকটি মূল্য সূচক। পাশাপাশি কমেছে লেনদেনও।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ৪৯৯ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৮১ হাজার ৩৭০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ কোটি ৮৭১ টাকা বা দশমিক ৭৫ শতাংশ। বাজার মূলধন কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মেলিতভাবে কমেছে।

শেয়ারনিউজ, ১২ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে