ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

যেভাবে প্রথম দেশ হিসেবে স্টারলিংক অচল করল ইরান

২০২৬ জানুয়ারি ১২ ১৮:৪৭:৫৮
যেভাবে প্রথম দেশ হিসেবে স্টারলিংক অচল করল ইরান

নিজস্ব প্রতিবেদক : ইরানে চলমান বিক্ষোভের সময় দেশটির সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করলে, মার্কিন ধনকুবের ইলন মাস্ক সেখানে স্টারলিংক সেবা চালু করেছিলেন। তিনি ঘোষণা দেন, ইরানের জনগণকে বিনামূল্যে স্টারলিংক ইন্টারনেট সুবিধা দেওয়া হবে। তবে ইরান সামরিক জ্যামার ব্যবহার করে এই স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাকে কার্যত অকার্যকর করে দিয়েছে।

মার্কিন ব্যবসায়িক সাময়িকী ফোর্বস জানিয়েছে, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট সক্রিয় থাকার দাবি থাকলেও, বাস্তবে ইন্টারনেট ব্ল্যাকআউট স্যাটেলাইট সংযোগকেও প্রভাবিত করেছে।

প্রাথমিকভাবে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় ৩০ শতাংশ ব্যাহত হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতির অবনতি ঘটে এবং সংযোগের ৮০ শতাংশেরও বেশি ট্রাফিক বাধার মুখে পড়ে।

স্টারলিংক রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনে জিপিএস সিগন্যাল ব্যবহার করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকেই ইরান নিয়মিতভাবে জিপিএস সিগন্যাল জ্যাম করছে। ফলে অঞ্চলভেদে শাটডাউন কার্যকর হচ্ছে এবং স্টারলিংকের সংযোগে ‘প্যাচওয়ার্ক কুইল্ট’ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট দেখা যাচ্ছে।

মিয়ান গ্রুপের প্রযুক্তি বিশেষজ্ঞ আমির রাশিদি টেকরাডারকে বলেন, “গত ২০ বছরে ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণ করেছি, কিন্তু এমন দৃশ্য আগে দেখিনি।”

প্রযুক্তিবিদরাও বলছেন, স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ইরানের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা কার্যত ব্যাহত হয়েছে।

ফোর্বস প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই ‘কিল সুইচ’ পদ্ধতির খরচ অত্যন্ত ভারী—ইন্টারনেট বন্ধ থাকলে প্রতি ঘণ্টায় দেশটির অর্থনীতি থেকে প্রায় ১৫ লাখ ৬০ হাজার ডলার ক্ষতি হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে