ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্র–ইসরায়েল প্রসঙ্গ টেনে ইরানে জাতীয় শোক

২০২৬ জানুয়ারি ১২ ১৮:০৭:১৫
যুক্তরাষ্ট্র–ইসরায়েল প্রসঙ্গ টেনে ইরানে জাতীয় শোক

নিজস্ব প্রতিবেদক : ইরানে সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পর ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সরকার এই ঘোষণা দেয়।

সোমবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা তাসনিম এই তথ্য প্রকাশ করে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে সরকারবিরোধী ও সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সংঘটিত সহিংস দাঙ্গায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে। প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা নিহতদের স্মরণে শোক পালন করছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই শোক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের সময় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে পালন করা হচ্ছে।

ইরান সরকার জানিয়েছে, দাঙ্গাকারীরা সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনীর ওপর বর্বর সহিংসতা চালিয়েছে, যা দায়েশের (আইএস) কর্মকাণ্ডের মতো। এ ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।

সরকারি সূত্র জানিয়েছে, সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র সমর্থিত গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। পাশাপাশি, দায়ীদের বিচারের আওতায় আনা এবং জনশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজতন্ত্রপন্থি দাঙ্গাকারীরা ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে, রাস্তাঘাট অবরোধ করেছে এবং প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে