ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

২০২৬ জানুয়ারি ১২ ১৫:৫৩:৪৬
ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট: নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে উপস্থাপন করা একটি উইকিপিডিয়া সদৃশ পাতার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি ছবিটি পোস্ট করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, সেখানে ট্রাম্পকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং দায়িত্বকাল দেখানো হয়েছে জানুয়ারি ২০২৬ থেকে। ছবিটি দেখতে উইকিপিডিয়ার পেজের মতো হলেও সেটি প্রকৃত উইকিপিডিয়া নয়। সেখানে ট্রাম্পের একটি অফিসিয়াল ছবি সংযুক্ত রয়েছে এবং তাঁকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবেও উল্লেখ করা হয়েছে।

তবে বাস্তবে উইকিপিডিয়ার কোনো পাতায় ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়নি এবং আন্তর্জাতিক কোনো সংস্থাও এমন দাবিকে স্বীকৃতি দেয়নি। ট্রাম্পের এই পোস্টটি এমন এক সময় সামনে এসেছে, যখন এর কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

অভিযানের পর মাদুরো ও তাঁর স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হয়, যেখানে তাঁদের বিরুদ্ধে ফেডারেল মাদক পাচার মামলায় বিচার শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও সামরিক তৎপরতার পর এই অভিযান চালানো হয়। মাদুরো দাবি করেছেন, তাঁকে জোরপূর্বক ‘অপহরণ’ করা হয়েছে। চীন, রাশিয়া, কলম্বিয়া এবং স্পেনসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ঘোষণা দেন, নিরাপত্তা উদ্বেগ এবং নিয়ন্ত্রিত রাজনৈতিক রূপান্তরের প্রয়োজনে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলার দায়িত্ব নেবে। তিনি বলেন, এই সময়কালে ভেনেজুয়েলার তেল সম্পদের তত্ত্বাবধান করবে যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক বাজারে তা বিক্রি করা হবে।

এরপর ভেনেজুয়েলার দ্বিতীয় শীর্ষ নেতা দেলসি রদ্রিগুয়েজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তিনি যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের দাবি প্রত্যাখ্যান করেন এবং নিকোলাস মাদুরোকেই দেশের বৈধ প্রেসিডেন্ট বলে ঘোষণা দেন। একই সঙ্গে মাদুরোর মুক্তির দাবিও জানান। ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করলে রদ্রিগুয়েজকে ‘চড়া মূল্য দিতে হবে’ এবং তাঁর পরিণতি মাদুরোর চেয়েও কঠিন হতে পারে।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন দ্রুত বাড়াতে মার্কিন বড় তেল কোম্পানিগুলোকে সর্বোচ্চ ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে হবে। গত সপ্তাহে হোয়াইট হাউসে তেল খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, কোন কোম্পানি ভেনেজুয়েলায় কাজ করবে তা যুক্তরাষ্ট্রই নির্ধারণ করবে এবং দেশটির ভেঙে পড়া তেল শিল্প পুনর্গঠনে সহায়তা করবে।

ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহের একটি চুক্তি হয়েছে, যা অনির্দিষ্টকাল চলতে পারে। তাঁর মতে, এই সরবরাহ যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমাতে সহায়ক হবে। পাশাপাশি তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে যুক্তরাষ্ট্রে আসা অর্থ বিশেষ সুরক্ষার আওতায় রাখা হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে