ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

২০২৬ জানুয়ারি ১২ ১৫:৪৬:০৯
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।

রোববার আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে নির্বাচনী মাঠ থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। দলীয় শীর্ষ নেতৃত্বের অনুরোধ ও রাজনৈতিক শালীনতার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে হাসনা মওদুদ দৈনিক আমার দেশ-কে বলেন, বিএনপির চেয়ারম্যানের প্রতি সম্মান জানিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি জানান, রোববার গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই বৈঠকে নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান তারেক রহমান।

হাসনা মওদুদ বলেন, দলীয় নেতৃত্বের অনুরোধকে গুরুত্ব দিয়ে এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। চেয়ারম্যানের প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে