ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

দেশের ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০২৬ জানুয়ারি ১২ ১৩:২২:২৮
দেশের ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সরকার জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পন্ন হয়েছে, যা freelancers.gov.bd-এ চালু থাকবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

নিবন্ধিত ফ্রিল্যান্সাররা তাদের আইডি কার্ডের মাধ্যমে ব্যাংকিং সুবিধা, ঋণ ও ক্রেডিট কার্ড, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনাসহ নানা সুযোগ সুবিধা সহজেই উপভোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতে সফলভাবে ভ্যালনারেবিলিটি এসেসমেন্ট ও পেনেট্রেশন টেস্টিং সম্পন্ন হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে ব্যাংক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও শক্তিশালী হবে। মন্ত্রণালয় আশা করছে, এটি দেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তাছাড়া, এটি তরুণদের আত্মকর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে একটি কৌশলগত জাতীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে