ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

সারাদেশের জন্য শীত নিয়ে নতুন বার্তা

২০২৬ জানুয়ারি ১১ ১১:১৬:৪৯
সারাদেশের জন্য শীত নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কমলেও, সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বিরাজ করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া অধিদপ্তর নতুন করে শীতের দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে।

আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যার ফলে শীতের অনুভূতি আরও বৃদ্ধি পেতে পারে।

রোববার (১১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জেলা বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহের অধীনে রয়েছে। আগামী দুই দিনও দেশের কোথাও কোথাও এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

প্রত্যাশা অনুযায়ী, রোববার ও সোমবার (১১–১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও মূলত শুষ্ক থাকবে। তবে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন কুয়াশা, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বুধবার ও বৃহস্পতিবার (১৪–১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবেই এবং কুয়াশার প্রবণতা বজায় থাকতে পারে।

গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সেই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে