ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিএনপির জন্য ভাত না খাওয়া নিজামের মৃত্যু সংবাদ

২০২৬ জানুয়ারি ১০ ১৩:৪৮:০০
বিএনপির জন্য ভাত না খাওয়া নিজামের মৃত্যু সংবাদ

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়ার নিজাম উদ্দিন মণ্ডল আর নেই। শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির এই একনিষ্ঠ সমর্থক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। সে সময় স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর দ্বারা দোয়া মাহফিলের খাবার নষ্ট হওয়ার ঘটনায় ক্ষোভে তিনি এই অদম্য সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি রুটি, চিড়া, গুড়, কলাসহ অন্যান্য শুকনো খাবার খেয়ে জীবনধারণ করেন।

তার ছেলে শাহ আলম জানিয়েছেন, বারবার ভাত খাওয়ার পরামর্শ দেওয়ায়ও তিনি প্রতিজ্ঞা ভাঙতে রাজি হননি। দীর্ঘদিন ভাত না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হন।

২০২৫ সালের অক্টোবরে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুর ও ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শেষ পর্যন্ত শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

নিজাম উদ্দিনের মৃত্যুর খবরে তার বাড়িতে রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে। স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান বলেন, “দলের প্রতি তার ত্যাগ ও দৃঢ়তা বিএনপির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে