ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

ফরচুন সুজের ৭৬ কোটি টাকার হদিস নেই

২০২৬ জানুয়ারি ০৯ ১৭:১৪:৫২
ফরচুন সুজের ৭৬ কোটি টাকার হদিস নেই

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘ফরচুন সুজ লিমিটেড’-এর ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে ভয়াবহ অনিয়মের তথ্য প্রকাশ করেছেন নিরীক্ষক। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি ইসলামী ব্যাংকের একটি চলতি হিসাব থেকে ২০৭টি চেকের মাধ্যমে প্রায় ৭৬ কোটি টাকা উত্তোলন করেছে, যার কোনো বৈধ ব্যবহার বা দালিলিক প্রমাণ অডিটর খুঁজে পাননি। ফলে এই বিপুল পরিমাণ অর্থের কোনো হদিস মিলছে না।

নিরীক্ষা প্রতিষ্ঠান জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস জানিয়েছে, টাকা উত্তোলনের ক্ষেত্রে কোম্পানিটি কোনো ক্যাশ বুক, ব্যাংক বুক, চেকের মুড়ি, ইনভয়েস কিংবা ভাউচার সরবরাহ করতে পারেনি। এমনকি কোনো ক্যাশ বুক না থাকায় এই অর্থ ব্যবসার কোনো বৈধ কাজে ব্যয় করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া অডিটরের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

অডিট রিপোর্টে আরও কিছু গুরুতর অনিয়ম উঠে এসেছে:

• বিমার টাকা নিয়ে অনিশ্চয়তা: ২০২২ সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মালামালের বিপরীতে কোম্পানিটি ১৯ কোটি ৭৩ লাখ টাকার বিমা দাবি তাদের আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে। তিন বছর পার হলেও টাকাফুল ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স থেকে সেই দাবি এখনো নিষ্পত্তি হয়নি এবং এই অর্থ আদায়ের কোনো দালিলিক সম্ভাবনাও অডিটরকে দেখানো হয়নি।

• অপ্রদত্ত ডিভিডেন্ড: ২০২২, ২০২৩ এবং ২০২৪ অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ডের পুরো অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয়নি। প্রাইম ব্যাংকে নির্দিষ্ট হিসাব খোলা হলেও সেখানে প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করা হয়নি। ফলে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ১০ কোটি ৫ লাখ টাকার ডিভিডেন্ড বকেয়া রয়েছে, যা সরাসরি আইনের লঙ্ঘন।

• হিসাবে বড় গরমিল: কোম্পানির নিজস্ব হিসাব এবং ভ্যাট রিটার্নের তথ্যে বিশাল পার্থক্য পাওয়া গেছে। অডিটরের মতে, বিক্রয় আয়ের ক্ষেত্রে ১৪৩ কোটি ৬৩ লাখ টাকা এবং কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৪০ কোটি ২১ লাখ টাকার অসংগতি রয়েছে।

• শ্রমিক সুবিধা ও আইন লঙ্ঘন: ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নিয়ম তোয়াক্কা না করেই অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি স্কিম ছাড়াই কোম্পানিটি পরিচালিত হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষ ছাড়াই কর্মচারীদের দিয়ে একটি তহবিল চালানো হচ্ছে যা কোনো নিয়মিত অডিটের আওতাভুক্ত নয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে