ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভারতীয়দের জন্য বড় ঘোষণা বাংলাদেশের

২০২৬ জানুয়ারি ০৮ ০৯:১৩:৪৪
ভারতীয়দের জন্য বড় ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ইস্যু সীমিত করেছে বাংলাদেশ। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটির পর এবার কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকেও ভিসা সীমিত করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সিদ্ধান্তটি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে কিছু মিশনে কনস্যুলার সেবাও স্থগিত করা হয়েছে।

সূত্র আরও জানায়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধু ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা সীমিত আকারে চালু রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি ও দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর থেকে এসব কেন্দ্রে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ রয়েছে। একই সময়ে আসামের গোহাটি থেকেও কনস্যুলার সেবা বন্ধ করা হয়। ফলে বর্তমানে ভারত থেকে বাংলাদেশের ভিসা ইস্যু কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত রয়েছে।

কলকাতা উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বর্তমানে ভারত থেকে শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা চালু রয়েছে।

এদিকে ভারতের মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বুধবার বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই সংগঠনটির প্রায় দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশবিরোধী স্লোগান দিতে দিতে মিশনের প্রায় ৩০ মিটার দূরত্ব পর্যন্ত এগিয়ে আসে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

উল্লেখ্য, এর আগে নিরাপত্তাজনিত কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্যও ভিসা সীমিত করেছিল ভারত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে