ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

২০২৫ ডিসেম্বর ২০ ২০:১২:৪৮
কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শামীম হোসান।

আদালতের তথ্য অনুযায়ী, পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ার পর আজ আনিস আলমগীরকে আদালতে হাজির করা হয়। গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁর কারাগারে রাখার আবেদন করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী শাহনেওয়াজ জানান, রিমান্ডে নেওয়ার সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে আটক রাখা প্রয়োজন বলে আদালত মনে করেছে। আনিস আলমগীরের আইনজীবী নাজনীন নাহার আবেদন করেন, তাঁকে প্রথম শ্রেণির কয়েদির মর্যাদা দেওয়ার জন্য। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৪ ডিসেম্বর রাত ৮টার দিকে আনিস আলমগীরকে ধানমন্ডি থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর ১৫ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং আরও দুই জন—মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ—রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার সঙ্গে জড়িত।

মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্তরা রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টে সরাসরি ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে