ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পরিস্থিতি বিবেচনায় দুই বড় নিয়োগ পরীক্ষা স্থগিত

২০২৫ ডিসেম্বর ১৯ ১০:৪৪:১৭
পরিস্থিতি বিবেচনায় দুই বড় নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: অনিবার্য পরিস্থিতির কারণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ও সহকারী সচিব পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন শুক্রবার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ অনুষ্ঠিতব্য সহকারী পরিচালক ও সহকারী সচিব পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এর আগে একই দিনে বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) আওতায় সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষাও স্থগিতের ঘোষণা দেয়।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত শুক্রবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য সিনিয়র অফিসার পদের (Job ID-10220) লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে যানচলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অনেক পরীক্ষার্থী ঢাকায় প্রবেশ করতে না পারায় পরীক্ষায় অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দেয়।

এই পরিস্থিতি নিয়ে রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরিপ্রার্থীরা উদ্বেগ প্রকাশ করেন এবং পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষাগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জবস কর্নার এর সর্বশেষ খবর

জবস কর্নার - এর সব খবর



রে