ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মাসের প্রথমার্ধে সূচক ও লেনদেনে ধাক্কা 

২০২৫ ডিসেম্বর ১৬ ১৫:১২:৪৮
মাসের প্রথমার্ধে সূচক ও লেনদেনে ধাক্কা 

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শুরু থেকেই শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ধারাবাহিক এই পতনের প্রভাবে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে এবং বাজার মূলধন হ্রাস পেয়েছে প্রায় ৯৮০ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত ১৫ দিনের বাজার পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

চলতি মাসের প্রথম ১৫ দিনে মোট ১২টি কর্মদিবসে লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৪ দিন সূচক বেড়েছে, আর বাকি ৮ দিন সূচক কমেছে। মাসের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৯১৫ পয়েন্টে। পরবর্তী ১৫ দিনের ব্যবধানে সূচক আরও প্রায় ২৫ পয়েন্ট কমেছে।

তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর ডিএসইএক্স সূচক ছিল প্রায় ৪ হাজার ৯১৫ পয়েন্ট, যা ১৫ ডিসেম্বর এসে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯০ পয়েন্টে।

এই ১৫ দিনে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫২৩ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। মাসের প্রথম কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪১৫ কোটি ৯০ লাখ ১৪ হাজার টাকা, যা ১৫ ডিসেম্বর কমে দাঁড়িয়েছে ৪১৩ কোটি ১১ লাখ ৯১ হাজার টাকায়।

বাজার মূলধনের দিক থেকেও একই চিত্র দেখা গেছে। মাসের প্রথম দিনে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৫৬ কোটি ২২ লাখ ৮ হাজার টাকা। ১৫ ডিসেম্বর পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৮০ হাজার ৫৭৫ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকায়। ফলে এই সময়ে বাজার মূলধন কমেছে মোট ৯৮০ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার টাকা।

বাজার সংশ্লিষ্টদের মতে, ১২ কর্মদিবসের মধ্যে ৮ দিন সূচক কমলেও বাজারে কোনো অস্বাভাবিক পতন হয়নি। তারা মনে করেন, সঠিক বাজার মনিটরিং এবং বিনিয়োগকারীদের সচেতন অংশগ্রহণ থাকলে এই পতন কাটিয়ে উঠতে বেশি সময় লাগবে না এবং বাজার দ্রুত স্থিতিশীল অবস্থায় ফিরতে পারে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে