ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার উদ্যোগ

২০২৫ অক্টোবর ১৪ ০৮:৪৩:২৬
বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অনলাইনে এককভাবে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করে আসছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। সরকারের তথ্য অনুযায়ী, এই বিজ্ঞাপন থেকে যে অর্থ আয় হয়, তাতে কোনো ভ্যাট বা আয়কর পরিশোধ করা হয় না।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব সোমবার রাত ১টার দিকে ফেসবুকে জানান, বাংলাদেশে সাইবার সুরক্ষা আইন ২০২৫ অনুযায়ী অনলাইন জুয়া এবং তার বিজ্ঞাপন নিষিদ্ধ। কিন্তু ক্রিকইনফো ডটকম নিয়মভঙ্গ করে এই বিজ্ঞাপনগুলো প্রচার করছে, যা দেশের যুবসমাজের জন্য হুমকি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ অন্যান্য ক্রিকেট খেলা দেশে ক্রিকইনফোতে কোনো ধরনের জুয়ার বিজ্ঞাপন নেই। এর সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটকে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই ইমেইল এবং রেজিস্টার্ড চিঠি পাঠানো হয়েছে।

সরকার এখন জনমত সংগ্রহ করবে এবং যদি প্রয়োজন হয়, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ক্রিকইনফোকে ব্লক করার প্রক্রিয়া শুরু করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে