ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল রিসোর্টে

২০২৫ অক্টোবর ১৪ ০৮:০৯:০৬
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল রিসোর্টে

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সৈকতের কাছে একটি রিসোর্টের ওপর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির ভিডিও স্থানীয় পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ে এবং তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে—ভিডিওটি এখন ভাইরাল।

হান্টিংটন বিচ ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টার কিছু পরে প্যাসিফিক কোস্ট হাইওয়ের কাছে বিচ বুলেভার্ড এবং টুইন ডলফিনস ড্রাইভের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি রিসোর্টের পার্কিং লটের কাছে একাধিকবার চক্কর দেয় এবং পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে।

শহর কর্তৃপক্ষ সিবিএস নিউজকে জানায়, হেলিকপ্টারে থাকা দুই আরোহীকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া রাস্তা দিয়ে চলা তিনজন পথচারীও আহত হন। তবে এখনো আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনার পর পুলিশ বিকেল ৩টার দিকে হান্টিংটন স্ট্রিট ও বিচ বুলেভার্ড এলাকার যাতায়াত বন্ধ করে দেয় এবং তদন্ত শুরু করে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি হঠাৎ বারবার ঘুরতে থাকে এবং এক পর্যায়ে রিসোর্টের আঙিনায় বিকট শব্দে বিধ্বস্ত হয়। অন্য একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, মাটিতে পড়ার কিছু সময় আগে হেলিকপ্টার থেকে একটি বস্তু নিচে পড়ে যায়, তবে সেটি কী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে