ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

মধ্যরাতে ঢাকায় মার্কিন দূতাবাস ঘিরে চাঞ্চল্য

২০২৫ অক্টোবর ১৪ ০৮:১৬:৩৮
মধ্যরাতে ঢাকায় মার্কিন দূতাবাস ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকার গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে হঠাৎ করেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে সিটিটিসি, গুলশান থানা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।

গুলশান বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দূতাবাসের চারপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাসুদ আলম বলেন,"নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় আমেরিকান দূতাবাস এলাকায় সতর্ক অবস্থানে আছি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।"

রাত সোয়া ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দূতাবাস চত্বরে সশস্ত্র পুলিশ সদস্যসহ সিটিটিসি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা বলয়ে অবস্থান করছেন। এলাকা ঘিরে রাখা হয়েছে, চলাচলে আংশিক নিয়ন্ত্রণও লক্ষ্য করা গেছে।

একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিশেষ একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে