ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন আরও এক হেভিওয়েট প্রার্থী

২০২৫ অক্টোবর ০৪ ১৫:২৫:১৮
শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন আরও এক হেভিওয়েট প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ অক্টোবরের বিসিবি নির্বাচন থেকে হঠাৎ করেই সরে দাঁড়ালেন আরেক হেভিওয়েট প্রার্থী লুৎফর রহমান বাদল। গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রত্যাহার না করার কথা জানানো বাদল রাতে তার সিদ্ধান্ত পরিবর্তন করে একটি চিঠির মাধ্যমে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করেন।

বাদল চিঠিতে জানান, কারো প্রতি অভিযোগ তুলছেন না, তবে ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে হলে তিনি বিস্তারিত জানাবেন। তিনি বলেন, “কাঁদা ছোঁড়ার পথে যেতে চাই না” এবং নির্বাচনে জয়ী হওয়া প্রার্থীদের শুভকামনা জানান।

এর আগে, রাজশাহী বিভাগের পরিচালক প্রার্থী হাসিবুল আলমও বিসিবি নির্বাচনে কারচুপির অভিযোগ করে সরে দাঁড়ান।

বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদ নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৫ পরিচালক নির্বাচিত হবেন, যাদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে