ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

সেনানিবাসেই ‘কারাগার’, ঢাকার এমইএস ভবন নিয়ে চমকপ্রদ সিদ্ধান্ত

২০২৫ অক্টোবর ১৩ ১৬:০২:৫১
সেনানিবাসেই ‘কারাগার’, ঢাকার এমইএস ভবন নিয়ে চমকপ্রদ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে ‘কারাগার’ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১২ অক্টোবর) ‘কারা-১’ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির ৫৪১(১) ধারা এবং The Prisons Act, 1894-এর ৩(বি) ধারার ক্ষমতাবলে, ঢাকা সেনানিবাসস্থ ‘এম ই এস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩টি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে—৯ জন অবসরে,১ জন এলপিআর (Leave Preparatory to Retirement)-এ এবং ১৫ জন বর্তমানে কর্মরত।

চার্জশিট দাখিলের পর এলপিআর ও কর্মরত ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। ৯ অক্টোবরের মধ্যে তাদের রিপোর্ট করার সময়সীমা ছিল। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন সেনাসদরে রিপোর্ট করেছেন এবং বর্তমানে হেফাজতে রয়েছেন।

সেনা সদর জানায়, অভিযুক্তদের মধ্যে মেজর জেনারেল কবীর আহাম্মদ নিখোঁজ রয়েছেন।তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।এই পরিস্থিতিতে তাকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে