ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

বিসিবি নির্বাচনে সম্ভাব্য ২৩ পরিচালক চূড়ান্ত

২০২৫ অক্টোবর ০৬ ১১:০৯:৩৬
বিসিবি নির্বাচনে সম্ভাব্য ২৩ পরিচালক চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আজ, ৬ অক্টোবর।তবে নির্বাচন শুরুর আগেই ই-ব্যালটের মাধ্যমে ৯৫% ভোট আগেই পড়ে গেছে, তাই ফল প্রায় নিশ্চিত।

২৫ পরিচালক পদের মধ্যে ২৩ জনের নাম প্রায় চূড়ান্ত হয়ে গেছে।মূল প্রতিদ্বন্দ্বিতা ক্যাটাগরি-২ (ক্লাব) কোটায়, যেখানে ১২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন।আদালতের আদেশে আগেই ভোটাধিকার হারানো ১৫ ক্লাব আবার ভোট দিতে পারায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সম্ভাব্য পরিচালকের তালিকা (বিভাগ অনুযায়ী):

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) – ১০ জন

ঢাকা: আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম

চট্টগ্রাম: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর

খুলনা: খান আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান

রাজশাহী: মুহাম্মদ মুখলেসুর রহমান

রংপুর: হাসানুজ্জামান

সিলেট: রাহাত সামস

বরিশাল: শাখাওয়াত হোসেন

ক্যাটাগরি-২ (ক্লাব) – ১২ জন (প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন)

নির্বাচিত হওয়ার সম্ভাব্য নামগুলো:ফারুক আহমেদ, ইফতিখার রহমান মিঠু, আমজাদ হোসেন, ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, মুকছেদুল কামাল, মো. ফয়জুর রহমান, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ফায়াজুর রহমান মিতু/এম. নাজমুল ইসলাম (১ জন চূড়ান্ত হবে)

ক্যাটাগরি-৩ (সাবেক অধিনায়ক/শিক্ষা প্রতিষ্ঠান) – ১ জন, খালেদ মাসুদ পাইলট

এছাড়া ২ জন পরিচালক মনোনীত করবেন জাতীয় ক্রীড়া পরিষদ (NSC)।সভাপতি নির্বাচিত হবেন এই ২৫ পরিচালকের ভোটে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে