ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

বিসিবি নির্বাচনের ফল ঘোষণা যখন

২০২৫ অক্টোবর ০৬ ১৬:৪৮:০১
বিসিবি নির্বাচনের ফল ঘোষণা যখন

নিজস্ব প্রতিবেদক : বহু নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন ঘিরে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় কৌতূহল—ফলাফল কবে ও কখন ঘোষণা হবে?

বিসিবির নির্ধারিত সূচি অনুযায়ী:

পরিচালক পদে ভোটের ফলাফল ঘোষণা: আজ সন্ধ্যা ৬টায়

সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন: সন্ধ্যা ৭:৩০

সভাপতি ও সহ-সভাপতির ফলাফল ঘোষণা: রাত ৯টায়

এবারের নির্বাচনে মোট ১৯১ জন কাউন্সিলর ভোটার হিসেবে তালিকাভুক্ত থাকলেও, ৪৮টি ক্লাব আগেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।

ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।সরাসরি ভোট হচ্ছে ৯৮টি কাউন্সিলরের মাধ্যমে, যার মধ্যে ইতোমধ্যেই ৫৮ জন ই-ব্যালটে ভোট দিয়েছেন।

নতুন অভিজ্ঞতার কথা জানিয়ে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন:“আগে কখনো নির্বাচন করিনি। সবই নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। এই নির্বাচনে অংশ নিচ্ছি, দেখা যাক কী হয়।”

সাবেক বিসিবি সভাপতি ও এবার নির্বাচনে অংশ নেওয়া ফারুক আহমেদ বলেন:“ফিরতে পেরে ভালো লাগছে। এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে। সুষ্ঠু একটি ভোট হবে বলেই আশাবাদী। নিজের জয় নিয়েও আমি আত্মবিশ্বাসী।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে