ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

‘সানভিস বাই তনি’র তৃতীয় স্বামীর পরিচয় প্রকাশ

২০২৫ অক্টোবর ১৩ ১৬:৩০:২৬
‘সানভিস বাই তনি’র তৃতীয় স্বামীর পরিচয় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারো আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জন্মদিন উদযাপনের ছবি ঘিরে শুরু হয়েছে নতুন করে তার বিয়ের গুঞ্জন।

তনির পূর্ববর্তী স্বামী শাহাদাৎ হোসাইন চলতি বছরের শুরুতে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারপর থেকে দুই সন্তানকে নিয়ে একাই জীবন সামলে নিচ্ছেন তিনি। পরিচালনা করছেন নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘সানভিস বাই তনি’, যার দেশজুড়ে ১২টি শোরুম রয়েছে।

সম্প্রতি তনি ফেসবুকে একটি জন্মদিনের ছবি পোস্ট করে লিখেছেন—“তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটি দিনই যথেষ্ট নয়।”

এই পোস্ট থেকেই শুরু হয় জল্পনা—তনি কি আবার বিয়ে করেছেন?

ছবিতে থাকা ব্যক্তির নাম মো. সিদ্দিক, যিনি নিজেও ফেসবুকে তনিকে স্ত্রী সম্বোধন করে দুটি ছবি পোস্ট করে লিখেছেন:“আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।”

তথ্য অনুযায়ী, মো. সিদ্দিক "মানসিব টেলিকম" এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (MD)।তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি (DMU) থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করছেন।তার দেশের বাড়ি খুলনায়।

তনির সঙ্গে তার কখন, কীভাবে পরিচয়, আদৌ বিয়ে হয়েছে কিনা—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তনিকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, তনির প্রথম বিবাহ বিচ্ছেদের পর তিনি বিয়ে করেন ব্যবসায়ী শাহাদাৎ হোসাইনকে, যিনি বয়সে অনেক বড় ছিলেন। এ নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েন।

তনি ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের শিকার হয়েছেন, তবে তিনি এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ।তার ভাষায়,“আমি দিনশেষে শান্তিতে থাকতে চাই।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে