ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

সারজিসের ‘অশ্রাব্য’ বক্তব্য নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

২০২৫ অক্টোবর ১৩ ১৭:১১:৩৯
সারজিসের ‘অশ্রাব্য’ বক্তব্য নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিতর্কিত মন্তব্য এবং দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, দেশের বাস্তবতা বুঝতে হলে রাজনীতিকদের মাঠে থাকতে হবে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, আশুগঞ্জে তার এক বিশাল জনসভায় প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু তিনি বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়।

জেনারেটরও কাজ না করায় তিনি ১০-১৫ মিনিট ধরে হাতে মাইক নিয়ে চিৎকার করে বক্তব্য দিতে বাধ্য হন।

রুমিন বলেন, “ঢাকার বাইরে, বিশেষ করে গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না—এটা এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

তিনি বর্তমান রাজনীতিবিদদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আজকের অনেক নেতার ভাষা ও মনোভাব আওয়ামী লীগের শেষ সময়ের ঔদ্ধত্যপূর্ণ আচরণের মতো হয়ে গেছে। তখন অনেকে বলতেন, নৌকা মার্কায় ভোট না দিলে কবরেও জায়গা হবে না!”

রুমিন ফারহানা সারজিস আলমের বক্তব্যে ব্যবহৃত "অশ্রাব্য ও দম্ভপূর্ণ" ভাষার তীব্র সমালোচনা করে বলেন,"রাজনীতি মানে সহনশীলতা, ধৈর্য ও বাস্তবতা বোঝা। নেতৃত্ব মানে হুমকি দেওয়া নয়, মানুষের কথা শোনা।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে