ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

যে কারণে মোদি-হাসিনার রোষানলে পড়েন জাকির নায়েক

২০২৫ অক্টোবর ১৩ ১৬:৪৪:০২
যে কারণে মোদি-হাসিনার রোষানলে পড়েন জাকির নায়েক

নিজস্ব প্রতিবেদক : বিশ্বখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফর করতে যাচ্ছেন। দীর্ঘদিন ভারতে বিতর্কিত অবস্থানে থাকার পর, তার এই আগমনকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ড. জাকির নায়েক একজন প্রশিক্ষিত চিকিৎসক হলেও নিজেকে সম্পূর্ণরূপে ইসলামী দাওয়াহ বা প্রচার-গবেষণায় নিয়োজিত করেন। তিনি ইসলামের মৌলিক বার্তা যুক্তি, বিজ্ঞান ও মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরেন, যা বিশেষ করে তরুণদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছে।

তার বক্তৃতার মূল বিষয়গুলোতে থাকে—আল্লাহর একত্ববাদ,কুরআন ও হাদীসের ব্যাখ্যা,ইসলাম ও অন্যান্য ধর্মের তুলনামূলক আলোচনা,আধুনিক বিজ্ঞান ও ধর্মের সমন্বয়।

তিনি কুরআনের পাশাপাশি বাইবেল, বেদ, উপনিষদসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে যুক্তিভিত্তিক আলোচনা করেন, যা তাকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত ড. জাকির নায়েক ভারতে আইনি জটিলতার কারণে নির্বাসিত।

২০১৬ সালে ভারতের পক্ষ থেকে তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (IRF) নিষিদ্ধ ঘোষণা করা হয়।তাকে UAPA (Unlawful Activities Prevention Act) আইনের আওতায় অভিযুক্ত করে ভারতীয় কর্তৃপক্ষ।এছাড়া, Peace TV-এর সম্প্রচারও ভারতে বন্ধ করে দেওয়া হয়।

ভারতীয় কিছু সংবাদমাধ্যম দাবি করে, ২০১৬ সালের হলি আর্টিজান হামলায় জড়িত কিছু জঙ্গি ড. জাকির নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিল।এই প্রেক্ষিতে তৎকালীন বাংলাদেশ সরকারও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, Peace TV-এর ডাউনলিংক পারমিশন বাতিল করে।

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতির মোড় ঘুরেছে।প্রাক্তন সরকারের কঠোর অবস্থানের বদলে, এখন ড. জাকির নায়েকের বাংলাদেশ সফরের পরিবেশ তৈরি হয়েছে।

জানা গেছে, আগামী নভেম্বর মাসে তিনি ঢাকায় একটি মেগা ইসলামিক লেকচার ইভেন্টে অংশ নেবেন।Spark Event Management কর্তৃক আয়োজিত এই ইভেন্টে ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় তার প্রথম দুটি বক্তব্য অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থার প্রোপাইটার আলী রাজ জানিয়েছেন,“২০ অক্টোবর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সময়সূচি ও বিস্তারিত প্রকাশ করা হবে। ঢাকার বাইরেও তার বক্তৃতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

আয়োজকদের দাবি, ড. জাকির নায়েকের এই সফর বাণিজ্যিক নয়, বরং এটি সম্পূর্ণভাবে একটি চ্যারিটি দাওয়াহ প্রোগ্রাম।উদ্দেশ্য— ইসলামী শিক্ষা ও সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে