ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

যার হাতে ধ্বংস হবে পবিত্র কাবাঘর

২০২৫ অক্টোবর ১৩ ১২:৫৭:০৩
যার হাতে ধ্বংস হবে পবিত্র কাবাঘর

নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্বাস অনুযায়ী, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, যখন পৃথিবী থেকে ইসলামের নামমাত্র অস্তিত্বই থাকবে। পবিত্র কুরআনের অক্ষরসমূহ হয়তো কিতাবে থাকবে, কিন্তু তা জীবনে বাস্তবায়িত হবে না। মানুষ কোরআন তেলাওয়াত করলেও তার মর্ম ও নির্দেশনা থেকে দূরে সরে যাবে। এমনকি তখন একজন প্রকৃত মুমিন ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না।

সহীহ বুখারীর একটি হাদীসে হযরত মুহাম্মদ (সঃ) ভবিষ্যদ্বাণী করেছেন যে, যখন কাবা ধ্বংস হবে, তখন কিয়ামত খুব নিকটে চলে আসবে। এ ঘটনাকে কিয়ামতের অন্যতম বড় নিদর্শন হিসেবে গণ্য করা হয়েছে।

হাদীস অনুযায়ী, কাবার ধ্বংস সাধিত হবে এমন এক ব্যক্তির হাতে, যার ঈমান থাকবে না। আশ্চর্যজনকভাবে, সেই সময়ে কেউ তাকে বাধা দেওয়ার মতো মুমিন থাকবে না। কাবাঘর একসময় যে ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক ছিল, তা ধীরে ধীরে হারিয়ে গিয়ে শুধুই একটি পুরনো স্মারক হিসেবে বিবেচিত হবে।

অন্য এক হাদীসে এসেছে, এক রাতের মধ্যে কোরআন পৃথিবী থেকে তুলে নেওয়া হবে। তখন মানুষ মুখে বা কিতাবে কোনো আয়াত খুঁজে পাবে না। ইসলামের জ্যোতি নিভে যাবে, হৃদয় হবে অন্ধকারাচ্ছন্ন। হজ পালিত হবে না, তাওয়াফ বন্ধ হয়ে যাবে এবং মক্কা ও মদিনা জনমানবশূন্য হয়ে পড়বে।

রাসূল (সঃ) বলেছেন, “মদিনা তার মন্দ লোকদের বের করে দেবে, এবং সেখানে কেবল পশুপাখি ও বন্যপ্রাণী বসবাস করবে।” অর্থাৎ, মদিনা এমন এক শুদ্ধ ভূমিতে রূপান্তরিত হবে, যেখানে কেবল প্রকৃতি থাকবে, মানবতা নয়।

ইসলামী কিতাবে বর্ণিত কয়েকটি বড় নিদর্শন হল:

ইমাম মাহদীর আগমন

দাজ্জালের আবির্ভাব

হযরত ঈসা (আঃ)-এর আগমন

ইয়াজুজ-মাজুজের ফিতনা

সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া

পশু (দাব্বাতুল আরদ) বের হওয়া

কাবা ধ্বংস

এই ঘটনাগুলোর পরই কিয়ামতের চূড়ান্ত মুহূর্ত এসে পৌঁছাবে।

কাবার অতীত ও ভবিষ্যৎ ধ্বংস

ইতিহাসে দেখা গেছে, কাবা বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে—যেমন: যুদ্ধকালীন হামলা, প্রাকৃতিক দুর্যোগ (বন্যা, ভূমিকম্প), আগুন লাগা (আব্বাসীয় যুগে)

তবে প্রতিবারই মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে কাবা পুনর্নির্মাণ করেছে। কিন্তু হাদীস বলছে, শেষ সময়ে আর কেউ সেই ঈমান, ইচ্ছা বা শক্তি রাখবে না। ধ্বংস হবে চূড়ান্ত, অপূরণীয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে