ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মোদির জন্মদিনে কঙ্গনার কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৫:৫১:০২
মোদির জন্মদিনে কঙ্গনার কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ৭৫তম জন্মদিন পালন করছেন ১৭ সেপ্টেম্বর (বুধবার)। জন্মদিন উপলক্ষে সারা দেশজুড়ে মোদিকে শুভেচ্ছা জানাচ্ছেন তার সমর্থক ও শুভানুধ্যায়ী। বলিউড তারকা ও সদ্য নির্বাচিত বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌত এ দিনটিকে করেছেন ব্যতিক্রমভাবে স্মরণীয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কঙ্গনা হোমযজ্ঞে অংশগ্রহণ করে মোদির মঙ্গল কামনা করেন এবং একটি রক্তদান শিবিরে রক্তদান করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই রক্তদানের ভিডিও শেয়ার করেছেন তিনি নিজেই।

ভিডিওতে কঙ্গনা বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে আজ মাণ্ডিতে বিশেষ হোমযজ্ঞ করলাম। পাশাপাশি স্থানীয় বিজেপির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দান করেছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন দীর্ঘায়ু হন এবং সুস্থ থাকেন।"

তিনি আরও বলেন, "ভারতমাতার প্রকৃত সন্তান এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদিজির জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ‘সবকা সাথ, সবকা বিকাশ’—এই মন্ত্রে তিনি উন্নত ভারতের স্বপ্ন পূরণে অবিচল।"

প্রসঙ্গত, কঙ্গনার মোদিপ্রীতি নতুন কিছু নয়। সংসদ সদস্য হওয়ার অনেক আগ থেকেই তিনি প্রধানমন্ত্রীর উন্নয়নমুখী রাজনীতি ও ব্যক্তিত্বের প্রকাশ্যে প্রশংসা করে এসেছেন। তবে এই কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে, বিশেষ করে বলিউডের একটি অংশ ও সোশ্যাল মিডিয়ায়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে