ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর!

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১২:২৩:২৪
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর!

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের পেনশন-সংক্রান্ত জটিলতা দূর ও সুবিধা বাড়াতে নতুন একাধিক প্রস্তাবনা গৃহীত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, অবসরের পর পেনশন পুনঃস্থাপন, পারিবারিক পেনশন, চিকিৎসা সহায়তা ও প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।

বর্তমান নিয়মে, শতভাগ পেনশন সমর্পণ করা অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনঃস্থাপনে ১৫ বছর অপেক্ষা করতে হয়। তবে অল্প বয়সে মৃত্যুর কারণে অনেকেই এই সুবিধা পান না, ফলে তাদের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় সেসব পরিবারকে পারিবারিক পেনশন মঞ্জুর করার সম্ভাবনা যাচাই করবে অর্থ বিভাগ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী পেনশনভোগীদের নানা সমস্যা তুলে ধরেন।

প্রস্তাবিত পরিবর্তনগুলো

১. পেনশন পুনঃস্থাপন সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার সুপারিশ করা হয়েছে।

২. পেনশনভোগীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী বা স্বামীকেও পারিবারিক পেনশনের আওতায় আনার প্রস্তাব রয়েছে।

৩. জটিল রোগে আক্রান্ত পেনশনভোগীরা পাবেন সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা।

৪. বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশন প্রক্রিয়ায় স্বাক্ষরদান ও অন্যান্য প্রশাসনিক বিষয় সহজীকরণ করা হবে।

৫. শতভাগ পেনশন সমর্পণকারীদের উৎসব ভাতা বৃদ্ধি এবং পুনঃস্থাপনের পর সম্পূর্ণ ভাতাসহ সুবিধা চালু করার কথা ভাবা হচ্ছে।

৬. যারা অবসরের পর এককালীন পেনশন তুলেছেন, তাদের পুনরায় মাসিক পেনশন সুবিধা চালুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

এ ছাড়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত কমিটিতে জনপ্রশাসন সচিবকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি অর্থ বিভাগকে পরীক্ষা করে সিদ্ধান্ত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রচারণার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রা আরও নিরাপদ ও সম্মানজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে