ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএনপি নেতার জন্য বিশেষ ‘ভিআইপি’ হাজত

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১০:৫৮:২৮
বিএনপি নেতার জন্য বিশেষ ‘ভিআইপি’ হাজত

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি, বিএনপির সাবেক নেতাকে গ্রেপ্তারের পর থানার মধ্যে বিশেষ সুবিধা দিয়ে রাখার অভিযোগ উঠেছে গোসাইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলমের বিরুদ্ধে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই আসামির কাছ থেকে আর্থিক অনৈতিক সুবিধা নেওয়ার মাধ্যমে তাকে থানার হাজতে রাখা হয়েছিল ভিআইপি সুবিধা দিয়ে। হাজতের মধ্যে ব্যারাক থেকে আনা খাট, তোষক ও বালিশ দেওয়া হয় এবং মোবাইল ফোনে কথা বলার সুযোগও করে দেওয়া হয়। এই ঘটনা উঠে আসে বেশ কিছু ছবি সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, যা পুলিশের দায়বদ্ধতা ও নৈতিকতার প্রশ্ন তোলেছে।

গোসাইরহাট থানার একটি সিআর (২০১/২৪) মামলার এক বছর দুই মাস সাজাপ্রাপ্ত আসামি ছিলেন গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন হাওলাদার (৪৮)। গত ১৬ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। কিন্তু অন্যান্য আসামিদের থেকে আলাদা করে তাকে থানার একটি কক্ষে রাখা হয়। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, লিটন হাওলাদার একটি খাটে সিগারেট হাতে নিয়ে বসে আছেন এবং মোবাইল ফোনে কথা বলছেন। ছবিগুলো গোপনে মোবাইল ক্যামেরায় তোলা হয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে জানতে চাইলে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, “লিটন হাওলাদার অন্য একটি মামলায় জামিন নিয়ে থানায় আসেন, কিন্তু তিনি আবার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার হন। তিনি অসুস্থতার কথা বলায় তাকে হাজতে রাখার ব্যবস্থা করা হয়। হাজতে বিশেষ সুবিধা দেয়া হয়েছে কি-না জানতে চাইলে আমি জানি না, তবে বিষয়টি খতিয়ে দেখব।”

ওসি আরও বলেন, “আমাদের হাজতের পাশেই একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে যেখানে অসুস্থ ব্যক্তিদের রাখা হয়। আমি ভুল ত্রুটি থেকে মুক্ত নই, ত্রুটি হলে সংশোধন করব।”

তবে বিশেষ সুবিধা দেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গোসাইরহাট সার্কেল মো. তানভীর হোসেন বলেন, “আসামি যদি অসুস্থ হয়, তাকে হাসপাতালে রাখা উচিত। মোবাইলে কথা বলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সাক্ষীর সঙ্গে কথা বলে সত্যতা যাচাই করা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে