ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ইলিয়াস কাঞ্চনের নতুন পার্টিতে অর্থ ঢাললেন মার্কিন গুপ্তচর

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৩:৫৫:৩৩
ইলিয়াস কাঞ্চনের নতুন পার্টিতে অর্থ ঢাললেন মার্কিন গুপ্তচর

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ছাড়াও তার সহযোগীদের কার্যকলাপ নিয়ে তদন্তে উঠে এসেছে একাধিক তথ্য। অভিযুক্ত এই ব্যক্তিকে বলা হচ্ছে, তিনি নিজেকে বিদেশের একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করেছেন এবং নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল “জনতা পার্টি বাংলাদেশ”-কে অর্থায়ন করে আসছেন।

সরকারি ও গোয়েন্দা সূত্র বলছে, এনায়েত করিম নিয়মিতভাবে ঢাকা ও অন্যান্য এলাকায় প্রভাবশালী পুলিশ কর্মকর্তা, আমলা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন। খুঁজে পাওয়া গেছে তার দেশীয় সহচর গোলাম মোস্তফা আজাদ, যিনি কিছু সময় বেতনভুক্ত সহকারী হিসেবে কাজ করেছেন যে ভাড়াটে বাসায় যেখানে এনায়েত থাকছিলেন।

জনতা পার্টি বাংলাদেশের গঠন থেকে শুরু করে পার্টির মৌলিক পরিচালনা ও খরচে এনায়েত করিমের অবদান রয়েছে বলে দাবি করা হচ্ছে। পার্টির তহবিলের একটি বড় অংশ তার কাছ থেকেই এসেছে।

তিনি গত কয়েকদিন ধরে রিমান্ডে রয়েছেন। আদালত তার ও সহযোগীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

অভিযোগ রয়েছে যে, একটি প্রভাবশালী আমলাকে একটি চলমান দুদকের মামলা থেকে রক্ষা করার উদ্দেশ্যে প্রায় দেড়শ কোটি টাকার একটি চুক্তির কথা হয়েছিল। তবে এই চুক্তি ও টাকার আদান-প্রদান সম্পর্কে প্রমাণ এখনও সংগৃহীত হয়নি।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, এনায়েত করিম তার সহযোগীদের মাধ্যমে পার্থক্য উপায়ে অর্থ পাঠানো ও বৈঠকের আয়োজন করতেন, গুলশানের একটি বাড়িতে বসবাস ও বাড়ি ভাড়ার জন্য সে মাসে একটি বড় টাকা দিতেন।

১৩ সেপ্টেম্বর এনায়েত করিমকে মিন্টো রোড, মন্ত্রীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ১৭ সেপ্টেম্বর আদালতে তার রিমান্ডের আবেদন করা হয়েছিল এবং আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় অভিযোগ আছে, তিনি “সরকার উৎখাতের ষড়যন্ত্রে” যুক্ত ছিলেন এবং রাজনৈতিক, প্রশাসনিক ও গোয়েন্দা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে প্রেরণ করার মত কাজ চালাচ্ছিলেন।

যদিও অভিযোগ রয়েছে বহু বিষয়েই, এখনও সব তথ্য আইনগতভাবে প্রমাণিত নয়। আদালতে জিজ্ঞাসাবাদ চলছে ও তদন্তকারীরা যাচাই-বাছাই করছেন।

ইলিয়াস কাঞ্চন ও অন্য রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য নেওয়া হচ্ছে, তবে সাংবাদিকদের বা বিজ্ঞ জনতার কাছে এখনও তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে