ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আইন খাতে ইতিহাস গড়লেন আসিফ নজরুল

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১০:৪৯:৫৯
আইন খাতে ইতিহাস গড়লেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ে আইনগত সহায়তা খাতে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। বুধবার (১৭ সেপ্টেম্বর) সিলেটের এক হোটেলে ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ–২০২৫’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, মামলাপূর্ব মধ্যস্থতাকে বাধ্যতামূলক করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য দ্রুত, সহজ ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নতুন অধ্যাদেশে ১১ ধরনের মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে চেক প্রতারণাও রয়েছে। আগে একজন সিনিয়র সহকারী জজ দায়িত্ব পালন করলেও এখন এতে সিনিয়র জজ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজও যুক্ত থাকবেন।

উপদেষ্টা আরও বলেন, “বিচারিক পদ সৃষ্টির ক্ষমতা রাজনৈতিকদের কাছ থেকে সরিয়ে প্রধান বিচারপতির অধীনে দেওয়া হয়েছে, যা নজিরবিহীন।” সমালোচনার জবাবে তিনি বলেন, এই ধরনের কাজের ফলাফল দীর্ঘমেয়াদে বোঝা যাবে। অধ্যাদেশের প্রথম ধাপে ১২টি জেলায় কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে সিলেট, মৌলভীবাজার, রংপুর ও কুষ্টিয়াও রয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে