ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

নেপালের সরকার নিয়ে কটাক্ষ শাওনের

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৬:০৫:৫৩
নেপালের সরকার নিয়ে কটাক্ষ শাওনের

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন ফের সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। এবার নেপালের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে একটি ফেসবুক পোস্টে শ্লেষ করে মন্তব্য করেছেন তিনি।

পোস্টে শাওন লেখেন,“নেপালের এই অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছি না। সরকার প্রধান সুশীলা কার্কি নেপালের বিপ্লবকে 'পরিকল্পিতভাবে কার্যকর ষড়যন্ত্র' বলছেন! তিনি কি বলতে পারতেন না, এটি তরুণদের ক্ষোভের বহিঃপ্রকাশ?”

তিনি আরও লেখেন,“সেপ্টেম্বর ৮ থেকে ১২ পর্যন্ত সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার না করে, ইনডেমনিটি আইনও করলেন না! নিজের কম্পানির নামে লাইসেন্স নিলেন না, বিশ্ববিদ্যালয় বানালেন না, ট্যাক্স মওকুফ করলেন না—এমনকি কোনো আন্দোলনকারীকে মন্ত্রিসভাতেও নিলেন না!”

সবশেষে শাওন লেখেন:“এজন‍্যই নেপালের কপালে ‘নোবেল’ নেই।”

যদিও তিনি কোথাও সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ করেননি, তবে মন্তব্যের ভঙ্গি এবং ইঙ্গিতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করা হয়েছে বলে মনে করছেন পাঠকেরা।

পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন,"কার্কি দেশপ্রেমিক সাহসী মহিলা! তিনি জনগণের ইচ্ছার নয়, নীতির পথে থাকেন।"আরেকজন লেখেন,"ওদের দেশে অন্তত দেশপ্রেম আছে।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে