ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রবাস থেকে আরো একটি দুঃসংবাদ পেলেন শেখ হাসিনা

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৮:৩২:১৭
প্রবাস থেকে আরো একটি দুঃসংবাদ পেলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রবাসে বসে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, “যাদের এনআইডি লক আছে, তারা প্রবাসে বসে অনলাইনে ভোট দিতে পারবেন না।" তিনি আরও জানান, "ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধনের সময় এনআইডি নম্বর বাধ্যতামূলক। পাসপোর্ট দিয়ে ভোটার নিবন্ধন সম্ভব নয়।"

এর আগে, গত এপ্রিলে নির্বাচন কমিশনের এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়।

এনআইডি লক করা ব্যক্তিরা হলেন:

শেখ হাসিনা

শেখ রেহানা (বোন)

সজীব ওয়াজেদ জয় (পুত্র)

সায়মা ওয়াজেদ পুতুল (কন্যা)

টিউলিপ সিদ্দিক (রেহানার কন্যা)

আজমিনা সিদ্দিক রুপন্তি

রাদওয়ান মুজিব সিদ্দিক ববি

তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা উপদেষ্টা)

শাহিন সিদ্দিক (তারিকের স্ত্রী)

বুশরা সিদ্দিক (কন্যা)

অনলাইন ভোটের প্রক্রিয়া

ইসি সচিব জানান, দেশে ও বিদেশে দুই জায়গা থেকেই ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। প্রবাসীরা চাইলে অনলাইনে ভোট দিতে পারবেন, তবে সেটি শুধুমাত্র সক্রিয় এনআইডি ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য হবে।

“যাদের এনআইডি সচল, তারা অনলাইনে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। তবে যাদের এনআইডি লক করা, তারা এই সুযোগ থেকে বঞ্চিত থাকবেন,” — বলেন আখতার আহমেদ।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের বেশিরভাগ মন্ত্রী-এমপি দেশত্যাগ করেন। অনেকেই বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নেন। বর্তমানে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তবে দলটির সদস্যদের নাগরিক ভোটাধিকার এখনো আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে