ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহে দুই ব্যাংকের শেয়ার

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৭:৩৩:১৯
বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহে দুই ব্যাংকের শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস বড় পতনের ধাক্কা সামলে দ্বিতীয় কর্মদিবস সোমবার ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। তবে সূচকের সামান্য উত্থান হলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর ছিল লাল নিশানায়। তবে এর মধ্যেও দুই ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীদের নজর কাড়ে সর্বাধিক।

ডিএসইর বাজার বিশ্লেষণ বলছে, দিনভর সবচেয়ে বেশি লেনদেন ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রূপালী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক। বিনিয়োগকারীদের ঝোঁকের কারণে শেয়ারে বিক্রেতা সংকট দেখা দেয় এবং দিনের মধ্যে একাধিকবার হল্টেড হয় এই দুই ব্যাংকের শেয়ার।

রূপালী ব্যাংক সোমবার দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এদিন শেয়ারটির দাম ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৪ টাকা ৩০ পয়সায়—যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। লেনদেন চলাকালে শেয়ারটির দাম ওঠানামা করে ২২ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৩০ পয়সার মধ্যে। দিনশেষে ব্যাংকটির মোট লেনদেন হয় ১৬ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির এই ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকটির বর্তমান রিজার্ভের পরিমাণ ৫৩৮ কোটি ১৯ লাখ টাকা। সর্বশেষ ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে।

অন্যদিকে, সোমবার দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি রেকর্ড করেছে মিডল্যান্ড ব্যাংক। এদিন শেয়ারটির দাম ১ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ২০ টাকায়। লেনদেন চলাকালে শেয়ারটির দাম ওঠানামা করে ১৮ টাকা ২০ পয়সা থেকে ২০ টাকার মধ্যে। দিনশেষে ব্যাংকটির মোট লেনদেন দাঁড়ায় ১৬ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টাকায়।

২০২৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির এই ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৫৮ কোটি ৮৬ লাখ টাকা। বর্তমানে ব্যাংকের রিজার্ভের পরিমাণ ৩০৮ কোটি ৪২ লাখ টাকা। সর্বশেষ ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ৩ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে