ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

‘কাপল ব্লগিং’ নিয়ে ড. মোখতারের কঠোর বক্তব্য

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১১:০৩:১৯
‘কাপল ব্লগিং’ নিয়ে ড. মোখতারের কঠোর বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট ইসলামিক বক্তা ড. মোখতার আহমদ সম্প্রতি এক বক্তৃতায় ‘কাপল ব্লগিং’কে নির্লজ্জতার চরম সীমা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, যারা পুরুষরা তাদের নারীদের চেহারা বা দেহ প্রকাশ করে অর্থ উপার্জন করছেন, তারা মূলত তাদের নারীদের বিক্রি করছেন। যদিও সরাসরি শরীর বিক্রি করা না হলেও, নারীদের সৌন্দর্য ও চেহারা ব্যবহার করে আয় করা এক ধরনের ‘যেনা’ বা নিষিদ্ধ কাজ।

ড. মোখতার আরও বলেন, এসব পুরুষ তাদের স্ত্রীদেরকে অন্যদের বিনোদনের জন্য যেনার উপকরণ হিসেবে ব্যবহার করছেন, যা একজন ব্যক্তিত্বসম্পন্ন পুরুষের জন্য অযোগ্য কাজ। তিনি স্পষ্টত বলেন, ব্যক্তিত্বহীন পুরুষরাই এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত হন। এমন পুরুষদের ‘নপুংসক’ আখ্যায়িত করে ড. মোখতার বলেন, তাদের বিয়ে করাই জায়েজ নয়। কারণ, যদি একজন পুরুষ তার স্ত্রীর পূর্ণ ভরণপোষণ দিতে না পারে, তবে তার উচিত বিয়ে না করে রোজা রাখা, যা আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) নির্দেশ করেছেন।

তিনি বলেন, স্ত্রীর শরীর বা চেহারা দেখিয়ে অর্থ উপার্জন করা হলো শরীর বিক্রির শামিল এবং এটি এক ধরনের যেনা। শয়তান মানুষের মনের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের এই পথে প্ররোচিত করে। ‘কাপল ব্লগিং’ যেনা ও অশ্লীলতার সংস্কৃতিকে বাড়িয়ে দেয়, যা সমাজ ও মুসলিম পরিবার ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর।

ড. মোখতার আরও উদ্বেগ প্রকাশ করেন যে, অনেক দম্পতি তাদের ছোট বাচ্চাদের দিয়েও এই ব্লগিংয়ে যুক্ত করছেন। তিনি প্রশ্ন তোলেন, এই শিশুদের কি অন্য কিছু শেখানোর প্রয়োজন নেই? তাদের কি দ্বীন শিক্ষা দেওয়া উচিত নয়? তিনি পুরোদমে এই অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং নিজের ও পরিবারের আত্মসম্মান রক্ষার আহ্বান জানান।

তিনি বলেন, একজন মানুষ যদি ইনকাম করতে চান, তাহলে রিকশা চালানো, গাড়ি চালানো বা ফেরিওয়ালার কাজ করাই লজ্জার কিছু নয়। কিন্তু স্ত্রীর দেহ বা চেহারা বিক্রি করে অর্থ উপার্জন করা অত্যন্ত লজ্জাজনক ও দোষজনক। এই ধরনের কাজ মানুষের আল্লাহ ও দ্বীন থেকে বিচ্ছিন্ন করে দেয়, এবং তাদের দ্বীনি জ্ঞান অর্জন ও অনুশাসন থেকে দূরে ঠেলে দেয়।

ড. মোখতার আহমদ এই বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে এই ধরনের অনৈতিক কাজ থেকে মুক্ত থাকার পরামর্শ দেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে