ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জিনস-টি শার্টে জামায়াত, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রুমিন ফারহানা

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১২:৩৯:৩৯
জিনস-টি শার্টে জামায়াত, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে পরিকল্পিতভাবে "চাঁদাবাজ দলের" ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলে দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুমিন ফারহানা বলেছেন, বিএনপি বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, অথচ অপপ্রচারের টার্গেট এখন কেবল বিএনপি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন বলেন,“আমরা ৫৩ বছর ধরে দেশে ‘অস্বীকারের সংস্কৃতি’ দেখে এসেছি। কিন্তু বিএনপি সে পথে হাঁটে না। আমরা স্বীকার করি—চাঁদাবাজি ছিল, তাই ৪৫০০-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।”

তিনি আরও বলেন,“আমি তো বিএনপির একজন দায়িত্বশীল কর্মী—চাঁদাবাজির বিষয়টি আমি নিজেই অন-এয়ারে বলেছি। আমাদের যেসব নেতাকর্মী চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত হয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ জামায়াতে ইসলামীতেও যোগ দিয়েছেন—এমন ঘটনাও সংবাদমাধ্যমে এসেছে।”

রুমিন দাবি করেন,“জামায়াতে ইসলামও ৬৫০-এর বেশি নেতাকর্মী বহিষ্কার করেছে। কিন্তু তারা কখনো বলেনি যে, এসব বহিষ্কারের পেছনে চাঁদাবাজির অভিযোগ আছে। ওদের বক্তব্য হলো—তারা ‘সৎ লোকের শাসন’ চায়। তাহলে এত চাঁদাবাজ কোথা থেকে এলো?”

তিনি বলেন,“জামায়াত কখনোই স্বীকার করে না যে তাদের দলে চাঁদাবাজি হয় বা ছিল। বরং শুদ্ধতার মুখোশ পরে থাকে, কিন্তু বাস্তবতা ভিন্ন।”

সামাজিক মাধ্যমে বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ বলে প্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রুমিন ফারহানা।

তার ভাষ্য:“একটা মিথ্যা বারবার বললে, সেটাই শেষ পর্যন্ত মানুষ বিশ্বাস করতে শুরু করে। এখন ফার রাইটদের দখলে আছে সোশ্যাল মিডিয়া। তারা ছোট ছোট নিউজ পোর্টাল খুলে প্রপাগান্ডা ছড়াচ্ছে। বিএনপিকে কোথাও কিছু করলেই তা অতিরঞ্জিত করে তুলে ধরা হচ্ছে।”

তিনি আরও বলেন,“আমি বুঝি না, বিএনপি কেন এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থানটা শক্তভাবে জানাতে পারছে না।”

রুমিন জামায়াতের কথিত "শরীয়াহ অনুসারী দল" পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন,“যখন কেউ জামায়াতের নেতাদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলে, তখন তারা শরীয়াহর কথা বলেন। অথচ শরীয়াহ আইনে তো অচেনা নারীর নামে মিথ্যা অপবাদ দেওয়া চলে না—তবে ওদের আচরণে তা দেখা যায়। এটা দ্বিচারিতা।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে