ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেষ বেলায় পরিস্থিতি বদলে দিলো ৭ কোম্পানি

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৯:২২:৫৯
শেষ বেলায় পরিস্থিতি বদলে দিলো ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার (১৭ সেপ্টেম্বর) সুচকের উত্থানে লেনদেন শুরু হয়। শুরু থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাজার চিত্র ছিল খুবই ইতিবাচক। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল আজ সূচক ও লেনদেন নতুন উচ্চতায় পৌঁছুবে। কিন্তু শেষ বেলায় ৭ কোম্পানির কারণে সেই পরিস্থিতি পাল্টে গেছে। অর্থাৎ দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯২.৩৪ পয়েন্টে। সুচকের এই পতনের নেতৃত্বে ছিল ৭ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, বেক্সিমকো ফার্মা, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই ৭ কোম্পানি আজ ডিএসই সূচক থেকে প্রায় ১৭ পয়েন্ট মাইনাস করেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট মাইনাস করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৭ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ২.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ৮০ পয়সায়। আজ শেয়ারটির দর ৪২ টাকা ৩০ পয়সা থেকে ৪৪ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট ২ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৪ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৯০ পয়সা বা ১.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭০ টাকা ৬০ পয়সায়। আজ শেয়ারটির শেয়ার দর ৭০ টাকা থেকে ৭১ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১৩ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ২ পয়েন্ট মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ১০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ১২১ টাকা ৮০ পয়সা থেকে ১২৪ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট ৩ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য ৪ কোম্পানির মধ্যে- এনসিসি ব্যাংক ২ পয়েন্টের বেশি, সিটি ব্যাংক প্রায় ১ পয়েন্ট, সোস্যাল ইসলামী ব্যাংক ১ পয়েন্ট এবং এক্সিম ব্যাংক ১ পয়েন্টের বেশি মাইনাস করেছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে