ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যুক্তরাজ্যে যেসব খাবার খেলেন ট্রাম্প-মেলানিয়া

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১১:৪৩:৫৩
যুক্তরাজ্যে যেসব খাবার খেলেন ট্রাম্প-মেলানিয়া

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের ঐতিহাসিক উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল রাজকীয় ভোজের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ার সফর উপলক্ষে এই ভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সোনালি আলো, ঝকমকে কাচের তৈজস ও আভিজাত্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন ছিল এক কথায় অতুলনীয়।

বুধবার রাতে আয়োজিত এ ভোজ ছিল শুধু একটি খাবারের আয়োজন নয়, বরং কূটনৈতিক সৌহার্দ্য, রাজকীয় ঐতিহ্য ও ব্রিটিশ আতিথেয়তার প্রতীক। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১৬০ জন অতিথি এই আয়োজনে অংশ নেন। পরিবেশনায় ছিল সেনাবাহিনীর শৃঙ্খলা; প্রতিটি টেবিল সাজানো হয়েছিল ১,৪৫২টি রাজকীয় তৈজসপত্র দিয়ে, প্রতিজনের জন্য রাখা হয়েছিল পাঁচ ধরনের পানীয়।

ভোজের মেনু ছিল ফরাসি ভাষায় লেখা।প্রারম্ভিক খাবারে ছিল:

হ্যাম্পশায়ারের ওয়াটারক্রেস পানা কটা

পারমেজান শর্টব্রেড

কোয়েলের ডিমের সালাদ

মূল পদ হিসেবে পরিবেশিত হয়:

জুচিনি দিয়ে মোড়ানো অর্গানিক নরফোক চিকেন ব্যালোটিন

থাইম ও সেভরি মসলার সসসহ

ডেসার্ট:

কেন্টের রাস্পবেরি সারবেত

ভ্যানিলা আইসক্রিমের উপর হালকা পোচ করা ভিক্টোরিয়া পাম

মেনুর বিশেষ আকর্ষণ ছিল ‘ট্রান্স-আটলান্টিক হুইস্কি সাওয়ার ককটেল’, যা তৈরি হয়েছিল জনি ওয়াকার, কমলার জেলি, পেকান ফোম এবং টোস্ট করা মার্শমেলো দিয়ে। এটি অতিথিদের অন্যতম পছন্দের পানীয় ছিল।

এই রাজকীয় ভোজে উপস্থিত ছিলেন:

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প

ট্রাম্পের কন্যা টিফানি ট্রাম্প

রাজা চার্লস ও রানি ক্যামিলা

প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন

প্রিন্সেস অ্যান

রাজনীতিবিদ ও কূটনীতিকদের মধ্যে ছিলেন:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মার্কিন রাষ্ট্রদূত ওয়ারেন স্টিফেনস

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ

ব্যবসা ও প্রযুক্তি জগতের তারকারা:

অ্যাপল সিইও টিম কুক

ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান

ব্ল্যাকস্টোন চেয়ারম্যান স্টিফেন শোয়ার্জম্যান

মিডিয়া মোগল রুপার্ট মারডক

খেলাধুলার অঙ্গন থেকে:

গলফার স্যার নিক ফাল্ডো

অ্যাথলেট ডেম ক্যাথলিন গ্রেইঞ্জার

তবে লন্ডন ও হলিউডের বিনোদন জগতের পরিচিত মুখ দেখা যায়নি।মঙ্গলবার রাতে এয়ারফোর্স ওয়ানে লন্ডনে পৌঁছান ট্রাম্প ও মেলানিয়া। রাষ্ট্রদূতের বাসভবন উইনফিল্ড হাউসে রাতযাপন করেন তারা।পরদিন উইন্ডসর ক্যাসলে আয়োজিত রাজকীয় সংবর্ধনায় ছিল—

লাল গালিচা

১,৩০০ সেনাসদস্য

১২০টি অশ্বারোহী

৪১ বার তোপধ্বনি (উইন্ডসর ক্যাসল ও টাওয়ার অব লন্ডন থেকে)

রাজা চার্লস ও ট্রাম্পের করমর্দনের মুহূর্তটি ছিল এই আয়োজনের মূল চিত্র

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এটি ছিল স্মরণকালের সবচেয়ে বড় সামরিক সংবর্ধনা কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের জন্য।

এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে। এর আগে ২০১৯ সালের জুন মাসে তিনি প্রথমবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যান। দায়িত্বে থাকা অবস্থায় কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষে দুইবার রাষ্ট্রীয় সফর করা অত্যন্ত বিরল ঘটনা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে