ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কির নতুন ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১০:২০:০৪
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কির নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নেপালে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করাই এখন একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের পর বিবিসিকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে এমনটি বলেন সাবেক এই প্রধান বিচারপতি।

চলতি মাসের শুরুর দিকে দুর্নীতি, বেকারত্ব এবং ধনীদের বিলাসিতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে নেপালের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন-জেড (জেন-জি)। টানা আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর আন্দোলনকারীদের সমর্থনেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুশীলা কার্কি।

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি শপথ নেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদে। শপথের পরদিনই দেওয়া এক সাক্ষাৎকারে কার্কি জানান,“২০২৬ সালের ৫ মার্চের মধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই আমার প্রধান কাজ। এরপর আমি পদ ছেড়ে দেব।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনকে দ্রুত সক্রিয় করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, পুরনো ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী প্রক্রিয়াকে গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে শুধু নির্বাচন নয়, রাজপথে নামা তরুণদের আস্থা ফেরানো এবং শান্ত করা অন্যতম বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন তিনি।আন্দোলন চলাকালীন সহিংসতা ও দুর্নীতির তদন্ত হবে

সুশীলা কার্কি বলেন,“আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার নিরপেক্ষ তদন্ত করা হবে। আগের সরকারের দুর্নীতিরও হিসাব নেয়া হবে। গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো রক্ষার দায়িত্ব এখন এই অন্তর্বর্তী সরকারের।”

জানা গেছে, আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হন এবং কয়েকশ’ তরুণ আহত হন। এসব ঘটনার দায়-দায়িত্ব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কার্কি।

নিজেকে জেন-জি প্রজন্মের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে কার্কি বলেন,“এই প্রজন্মের চিন্তাভাবনা অনুসারে আমাদের কাজ করতে হবে। তারা দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও অর্থনৈতিক সমতা চায়—আমিও তাই চাই।”

দেশকে স্থিতিশীল করতে তিনি দিন-রাত কাজ করবেন বলেও জানান,“প্রয়োজনে দিনে ১৮ ঘণ্টা কাজ করতেও প্রস্তুত আছি।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে