ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ শেষ হলে করণীয় 

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৮:৪৬:১৯
জাতীয় পরিচয়পত্রের মেয়াদ শেষ হলে করণীয় 

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্রের মেয়াদ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, যাদের সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইসুর তারিখ থেকে ২ (দুই) বছর ছিল, সে সকল জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বর্ধিত করা হয়েছে। ফলে, সকল প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন বৈধ হিসেবে ব্যবহার করা যাবে।

গুরুত্বপূর্ণ তথ্য:

মেয়াদ বৃদ্ধি: যে সকল সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইসুর তারিখ থেকে ২ (দুই) বছর ছিল, তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করা হয়েছে।

বৈধতা: বর্ধিত মেয়াদের সকল সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে গণ্য হবে।সেবা প্রাপ্তি: সকল সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সেবাগ্রহীতার জাতীয় পরিচয়পত্র (NID) সিস্টেম থেকে চেক করে প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারবে।

সেবা বঞ্চনা রোধ: মেয়াদের কারণে সেবাগ্রহীতাকে কোনো সেবা থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করা হয়েছে।

নতুন NID ডাউনলোড: যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনের মেয়াদ উল্লেখ আছে, তারা প্রয়োজনে services.nidw.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস হতে প্রাপ্ত কার্ডের ন্যায় রঙিন) ডাউনলোড করে প্রিন্ট ও লেমিনেট করে ব্যবহার করতে পারবেন।

যোগাযোগ:

বিস্তারিত জানতে রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১০৫ নম্বরে ফোন করুন (ফ্রি হেল্পলাইন)।

গুরুত্বপূর্ণ লিংকসমূহ:

নির্বাচন কমিশন ওয়েবসাইট: www.ecs.gov.bd

NIDW ওয়েবসাইট: www.nidw.gov.bd

ফেসবুক পেজ: www.facebook.com/bd.nid

এই পদক্ষেপের ফলে জাতীয় পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়া নাগরিকরা সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা পেতে আর কোনো ঝামেলার সম্মুখীন হবেন না বলে আশা করা যাচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে