ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

তথ্য গোপন করে শেয়ারদর বাড়াচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রিজ

২০২৫ সেপ্টেম্বর ০৯ ০৬:২৪:৪৫
তথ্য গোপন করে শেয়ারদর বাড়াচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) থেকে বড় অর্ডার পাওয়ার পরও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিনিয়োগকারীদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। অথচ এ খবরে সাম্প্রতিক সময়ে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কারসাজির অভিযোগ উঠছে।

শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, বিসিআইসি এখন তাদের প্রয়োজনীয় ব্যাগের ৫০ শতাংশ মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে কিনবে। এই নির্দেশনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই জারি হয়েছে। কিন্তু মূল্য সংবেদনশীল এই তথ্য কোম্পানি এখনো প্রকাশ করেনি। বাজারে খবর ছড়িয়ে পড়ার পর মাত্র ১১ কর্মদিবসে শেয়ারটির দর ২৭ শতাংশ বেড়ে ৩৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। বিনিয়োগকারীরা বলছেন, কোম্পানির ইন্ধনেই শেয়ারটির দাম এভাবে দাম বাড়ানো হচ্ছে।

অন্যদিকে, কোম্পানিটির আর্থিক খাতের অবস্থা এখনো সংকটাপন্ন। ২০২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৭৮ পয়সা। ২০১৯ সাল পর্যন্ত লাভে থাকা প্রতিষ্ঠানটি ২০২০ সালে শেয়ারহোল্ডারদের দ্বন্দ্বে পড়ে রেকর্ড ১২ কোটি টাকার ক্ষতির মুখে পড়ে। সেই সময় কোম্পানির রাজস্ব ৮৫ শতাংশ কমে যায় এবং রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, এমন লোকসানি অবস্থায় কোম্পানির শেয়ারের অস্বাভাবিক উত্থান স্পষ্টতই প্রশ্নবিদ্ধ। এটি শেয়ারবাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে সাধারণ বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার আশঙ্কা তৈরি করছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে