ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডাকসু: শিক্ষার্থীদের কেন্দ্র এবং ভোটগ্রহণ কক্ষসমূহ

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৭:২৫:০০
ডাকসু: শিক্ষার্থীদের কেন্দ্র এবং ভোটগ্রহণ কক্ষসমূহ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলের বাইরে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

কেন্দ্র এবং ভোটগ্রহণ কক্ষসমূহ

কার্জন হল কেন্দ্র- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র), অমর একুশে হল (দ্বিতীয় তলার গ্যালারি), ফজলুল হক মুসলিম হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র)।

শারীরিক শিক্ষা কেন্দ্র- জগন্নাথ হল (ইনডোর গেমস রুম), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (ইনস্ট্রুমেন্ট রুম), সলিমুল্লাহ মুসলিম হল (ইনডোর গেমস রুম)।

ছাত্র-শিক্ষক কেন্দ্র- রোকেয়া হল (ক্যাফেটেরিয়া, গেমস রুম)।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল (মেঘনা গেমস রুম ও পদ্মা গেমস রুম), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (শিক্ষক লাউঞ্জ ও সুরমা গেমস রুম)।

সিনেট ভবন কেন্দ্র- স্যার এ এফ রহমান হল (সেমিনার রুম), হাজী মুহম্মদ মুহসীন হল (অ্যালামনাই ফ্লোর), বিজয় একাত্তর হল (ডাইনিং রুম)।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ- সূর্যসেন হল (পশ্চিম পাশের ২য় তলার ২০৩, ২০৪ ও ২০৫ নং কক্ষ), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (নিচতলার সেমিনার কক্ষ), শেখ মুজিবুর রহমান হল (মাঝখানের সিঁড়ির ২য় তলায়), কবি জসীম উদদীন হল (মাঝখানের সিঁড়ির ২য় তলায়)।

ভূতত্ত্ব বিভাগ- কবি সুফিয়া কামাল হল (নিচতলা)। ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ—শামসুন নাহার হল (নিচতলা)।

প্রসঙ্গত, এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে