ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হামাসকে শেষবারের মতো হুঁশিয়ারি দিল ইসরাইল

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৬:৪৫:৫২
হামাসকে শেষবারের মতো হুঁশিয়ারি দিল ইসরাইল

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে ইসরাইল। জিম্মিদের মুক্তি ও আত্মসমর্পণের দাবি না মানলে গাজায় ‘হারিকেনের মতো হামলা’ চালানোর হুমকি দিয়েছে তেলআবিব। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ এই বার্তা দেন সোমবার (৮ সেপ্টেম্বর)।

এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী কার্টজ লেখেন,“আজ গাজা শহরের আকাশে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানবে এবং সন্ত্রাসী টাওয়ারগুলোর ছাদ কেঁপে উঠবে।”

তিনি আরও বলেন,“গাজা এবং বিদেশের বিলাসবহুল হোটেলগুলোতে অবস্থান করা হামাসের খুনি ও ধর্ষকদের জন্য এটি শেষ সতর্কবার্তা। জিম্মিদের মুক্তি দাও, অস্ত্র জমা দাও। না হলে গাজা ধ্বংস হয়ে যাবে, এবং তোমাদের ধ্বংস করে দেওয়া হবে।”

একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী, হামাসকে যুদ্ধবিরতির প্রথম দিনেই বাকি ৪৮ জন জীবিত ও মৃত জিম্মিকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, হামাস জানিয়েছে, তারা এখনো মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করছে। তারা স্পষ্ট করে জানায়, ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘোষণা না করা পর্যন্ত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে না।

৫ সেপ্টেম্বর, গাজা সীমান্তে ইসরাইলি সামরিক যান মোতায়েন করা হয়। গাজার বাসিন্দারা জানিয়েছেন, ইসরাইলি বাহিনী তীব্র বোমাবর্ষণ চালায় এবং রাস্তায় রাখা সাঁজোয়া যান উড়িয়ে দেয়।

এই সতর্কবার্তার কিছুক্ষণ পরেই জেরুজালেমে একটি বাস স্টপে গুলি চালনার ঘটনায় ৫ জন নিহত হন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে