ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

২৫ সেকেন্ডের ভয়াবহতা যা আপনি কল্পনাও করতে পারবেন না

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৬:৩৪:৪৭
২৫ সেকেন্ডের ভয়াবহতা যা আপনি কল্পনাও করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তা ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রাকিবুল ইসলাম ওরফে রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ইকবালকে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘুমন্ত ইকবালকে ২৫ সেকেন্ডে হাতুড়ি দিয়ে ২৩ বার আঘাত করা হয়। আঘাতের পর মৃত্যু নিশ্চিত হলে রাকিবুল পালিয়ে যায়।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ইকবালের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল হত্যার দায় স্বীকার করেছেন। তেল চুরির মিথ্যা অভিযোগে মারধরের প্রতিশোধ নিতেই তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে দাবি করেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে