ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দ্বিতীয় বিয়েতে হাদীর স্ত্রীর অবিশ্বাস্য শর্ত

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৬:৫৪:২৭
দ্বিতীয় বিয়েতে হাদীর স্ত্রীর অবিশ্বাস্য শর্ত

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী সামাজিক মাধ্যমে হাস্যরসাত্মকভাবে জানিয়েছেন, তার স্ত্রী তাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছেন, তবে কিছু শর্ত সাপেক্ষে।

গত রবিবার (৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদী লেখেন,“বউরে জিগাইলাম—আমার আরেকটা বিয়া কোন এলাকায় করা উচিত? সে কইলো—বাংলাদেশে আর না। পরেরটা ডাইরেক্ট বৈদেশে। ভালো পয়সা-পাতি দেইখা।”

তিনি মজা করে আরও লেখেন,“একটা বাংলা সিনেমার কথা মনে পইড়া গেলো—ওরা আমাকে ভালো হতে দিলো না!”

পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই কমেন্ট ও রিয়্যাকশনের ঢল নামে। মাত্র দুই ঘণ্টায় পোস্টে ৩৩ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে এবং শতাধিকবার শেয়ার হয়েছে।

কমেন্টবক্সে নেটিজেনদের খুনসুটিও ছিল চোখে পড়ার মতো।

শাফিন ইবরাহিম হোসেন নামের এক চিকিৎসক পরামর্শ দেন:“পাকিস্তান ভাই, পাকিস্তান। ট্যাগ যখন খাবেন, আমার মতো ভালোভাবেই খান।”

মো. মশিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী, অবাক হয়ে লেখেন:“হায় আল্লাহ! আপনি বিবাহিত! আপনি বিবাহিত!!”

আরেকজন, সোবহান উদ্দিন চৌধুরী, রসবোধের সাথে বলেন:“বুদ্ধি খারাপ না। বিদেশে বিয়ে করলে ভবিষ্যতের জন্য একটা স্থায়ী ঠিকানা হবে। কারণ আপা ফিরে এলে তো এমনি পালাতে হবে ।”

পোস্টটি স্পষ্টভাবে হাস্যরসাত্মক ও হালকা মেজাজে করা হলেও, হাদীর ভক্ত-অনুসারীরা সেটিকে নিয়েছেন মিশ্র প্রতিক্রিয়ায়। অনেকেই মজা করেছেন, কেউ কেউ করেছেন বিস্ময় প্রকাশ।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে