ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে ১৫ কোটি টাকা চাঁদাবাজি

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৬:৪৯:৪৩
খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে ১৫ কোটি টাকা চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা দায়ের করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সোমবার (৮ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তি নিজেকে বেগম খালেদা জিয়ার ‘লিয়াজোঁ অফিসার’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে তার নামে খোলা ব্যাংক হিসাব থেকে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

সিআইডির তথ্যমতে, মোতাল্লেছের ‘এম এল ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের কোনো বাস্তব অস্তিত্ব নেই। ট্রেড লাইসেন্স থাকলেও ব্যবসায়িক কোনো কার্যক্রম পাওয়া যায়নি। কখনও পোশাক কারখানার মালিক, কখনও চা-বাগান উদ্যোক্তা, আবার কখনও ঠিকাদার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি।

এরপর খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সামনে এনে, বিএনপি–সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সংগ্রহ করেন, যা পরে আত্মসাৎ করা হয়।

তদন্তে মোতাল্লেছ হোসেনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৫ কোটি টাকার বেশি অর্থ আদালতের আদেশে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গত রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীনে মামলা (নম্বর-১৯) দায়ের করা হয়। মামলায় মোতাল্লেছ হোসেন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে