ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আন্তর্জাতিক স্বীকৃতি পেল এনসিসি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা

২০২৫ সেপ্টেম্বর ০৭ ২১:৫৬:০৮
আন্তর্জাতিক স্বীকৃতি পেল এনসিসি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা

আন্তর্জাতিক স্বীকৃতি পেল এনসিসি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত মর্যাদাপূর্ণ ‘তৃতীয় ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’-এ রিস্ক ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে রানারআপ হওয়ার সম্মান অর্জন করেছে এনসিসি ব্যাংক।

নয়াদিল্লির হোটেল লে মেরিডিয়েনে সম্প্রতি অনুষ্ঠিত এই আসরে পুরস্কার গ্রহণ করেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তা এম খোরশেদ আলম। তিনি সম্মাননা স্মারকটি গ্রহণ করেন এইচডিবি ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং ভারতের স্টেট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরিজিৎ বসুর হাত থেকে।

কনক্লেভে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জে পি আর করুণারত্নে, ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক পার্থ রায়, কোয়াইট ইনকরপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও এবং পিডব্লিউসির সাবেক পার্টনার জয়দীপক রায় এবং এনপিএস ট্রাস্ট-পিএফআরডিএর সাবেক চেয়ারম্যান ও এসবিআই লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক এমডি ও সিইও অতনু সেন। এ ছাড়াও বিশেষজ্ঞ প্যানেল মেম্বার হিসেবে আলোচনায় অংশ নেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় এম খোরশেদ আলম বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে এনসিসি ব্যাংক সবসময় উৎকর্ষ অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটি শুধু একটি পুরস্কার নয়, বরং আমাদের করপোরেট সুশাসন, পেশাদারিত্ব ও টেকসই ব্যাংকিং কার্যক্রমের স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনাই টেকসই প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহক আস্থার মূলভিত্তি।”

তিনি আরও জানান, এই অর্জন গ্রাহকসেবার মান উন্নয়ন এবং বাংলাদেশের আর্থিক খাতের সামগ্রিক উন্নয়নে এনসিসি ব্যাংককে আরও অনুপ্রাণিত করবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে