ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

লজ্জাও লাগছে, আবার ভালোও লাগছে

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১০:২৭:০৬
লজ্জাও লাগছে, আবার ভালোও লাগছে

নিজস্ব প্রতিবেদক : ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহারের বড় হলদিবাড়ি গ্রামে বিরল ও হাস্যকর এক ঘটনার জন্ম দিয়েছেন ১০২ বছর বয়সী বৃদ্ধ নৃপেন্দ্র বর্মণ। শতবছর বয়স পার করেও তার মুখে নতুন 'দুধের দাঁত' গজানোর খবরে পুরো পরিবার এবং গ্রামজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। এমনকি আয়োজন করা হয়েছে তার জন্য ‘অন্নপ্রাশন’ অনুষ্ঠান!

পরিবারের সদস্য ও নাতি-নাতনিরা সম্প্রতি লক্ষ্য করেন, নৃপেন্দ্র বর্মণের মাড়ি থেকে তিনটি নতুন সাদা দাঁত বের হয়েছে। যদিও তিনি বয়সের ভারে অধিকাংশ দাঁত হারিয়ে ফেলেছেন, তবুও এই নতুন দাঁতের আবির্ভাব যেন একটি অলৌকিক ঘটনা হয়ে দাঁড়ায় পরিবারের কাছে।

এ ঘটনার পর পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন, দাদুর এই "নবদন্ত" উদযাপন করতে হবে উৎসবমুখর পরিবেশে। ঠিক হয়, আয়োজন করা হবে ‘অন্নপ্রাশন’ অনুষ্ঠান, যা সাধারণত শিশুর প্রথমবার ভাত খাওয়ার উৎসব হিসেবে পালিত হয়।

শুক্রবার অনুষ্ঠিত হয় সেই ব্যতিক্রমী অন্নপ্রাশন। নিমন্ত্রণে শুধু গ্রামবাসীরাই নয়, উপস্থিত ছিলেন হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু ভুটিয়া এবং সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারাও। সবাই মিলে দাদু নৃপেন্দ্র বর্মণের দীর্ঘায়ু কামনা করেন।

গ্রামের প্রবীণতম ব্যক্তি হিসেবে পরিচিত নৃপেন্দ্র বর্মণের বয়স ভোটার কার্ড অনুযায়ী ১০২ বছর, যদিও তিনি নিজে দাবি করেন তার বয়স ১১৩ বছর। তার রয়েছে তিন ছেলে, চার মেয়ে ও ৩৪ জন নাতি-নাতনি। একান্নবর্তী পরিবারে তিন প্রজন্মের একসাথে বসবাস।

মূলত বাংলাদেশের রংপুর জেলার মুক্তিরহাটের ভোগডাবুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। ১৯৭২ সালে তিনি ভারতে চলে আসেন এবং তখন থেকেই কোচবিহারের এই গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।

বৃদ্ধ বয়সে "অন্নপ্রাশন" অনুষ্ঠানে নিজেকে কেন্দ্রবিন্দুতে দেখে খানিকটা লাজুক হাসি দিয়েই প্রতিক্রিয়া জানান নৃপেন্দ্র বর্মণ। তিনি এখনও শরীরচর্চা করেন, নিজে হেঁটে চলাফেরা করতে পারেন। শতবর্ষে দাঁত গজানোয় তিনি যেমন অবাক, তেমনি খুশিও।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে