ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

থুতু কাণ্ডে মেসিদের জন্য বড় দুঃসংবাদ

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১০:৪২:৩৫
থুতু কাণ্ডে মেসিদের জন্য বড় দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : ইন্টার মায়ামি দলের মূল তারকাদের মধ্যে রয়েছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি, উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ এবং স্পেনের সার্জিও বুস্কেটস। এই তিন তারকার কাঁধেই অনেকটা ভর করে মিয়ামির পারফরম্যান্স। তবে ক্লাবটির জন্য বড় দুঃসংবাদ হলো, শৃঙ্খলাভঙ্গের কারণে বড় শাস্তির মুখে পড়েছেন সুয়ারেজ এবং বুস্কেটস।

ঘটনাটি ঘটে গত ৩১ আগস্ট, লিগস কাপের ফাইনাল ম্যাচে, যেখানে ইন্টার মায়ামি হেরে যায় সিয়াটল সাউন্ডার্সের কাছে। ম্যাচ শেষে উত্তেজনার একপর্যায়ে প্রতিপক্ষ দলের এক স্টাফকে লক্ষ্য করে থুতু ছুড়ে মারেন সুয়ারেজ। এমন আচরণের জন্য তাকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা চলতি আসরে প্রযোজ্য নয়, কারণ এই মৌসুমে লিগস কাপে মায়ামির আর কোনো ম্যাচ নেই। ফলে সুয়ারেজের নিষেধাজ্ঞা পরবর্তী লিগস কাপ আসরে কার্যকর হবে। সেক্ষেত্রে ৩টি ম্যাচ গ্রুপপর্বে এবং বাকি ৩টি নকআউট রাউন্ডে ভোগ করতে হবে। অর্থাৎ, ইন্টার মায়ামি যদি পরবর্তী আসরের ফাইনালে উঠতে না পারে, তবে পুরো আসরেই মাঠের বাইরে থাকতে হবে সুয়ারেজকে। তবে এই শাস্তি মেজর লিগ সকার বা অন্য কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এদিকে, একই ম্যাচে বাজে আচরণের জন্য সার্জিও বুস্কেটসকেও ২ ম্যাচ নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে। এছাড়া সিয়াটলের কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেনহার্টকে ৫ ম্যাচ এবং মায়ামির ডিফেন্ডার টমাস অ্যাভিলেসকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন সুয়ারেজ। তিনি লেখেন,"এটি ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটে গেছে যা কখনোই হওয়া উচিত নয়। তবে আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত নেই। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।"

এই ঘটনায় মেসিদের ইন্টার মায়ামির জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা, কারণ শীর্ষ পর্যায়ের দুই খেলোয়াড়কে সাময়িক সময়ের জন্য হারাতে যাচ্ছে দলটি।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে